E

Sunday, December 8, 2013

MOBILE TIPS...............

**

 KB
বাঁচাতে পারবেন:

যারা টাকা দিয়ে অথবা MB
ক্রয় করে মোবাইল দিয়ে
ফেইসবুক ব্যবহার করেন
তাদেরকে বলছি,
আপনারা হয়তো অনেকেই
KB বাঁচাতে পোস্টে লাইক করেন না , আর লাইক
না করলে যেকোন
এডমিনের
পরবর্তি পোস্ট
দেয়ার উৎসাহ কমে যায় । আমি আজ
আপনাদের এমন একটি পদ্ধতি বলবো যেটি
দিয়ে আপনার KB
বাঁচাতে পারবেন
এবং এডমিনকেও
পরবর্তি পোস্টের জন্য উৎসাহিত
করতে পারবেন । কোন পোস্টে লাইক
করলে একটু সময়
Loading... দেখায় ।
আর এই Loading...
এর জন্যই KB খরচ
হয় । যেকোন
পোস্টে আপনে লাইক
চেপে সাথে সাথে Cancel
বাটনে ক্লিক করেন, আপনার কাজ শেষ ।
লাইক হয়ে গেল কিন্তু KB
খরচ হলোনা ।
.......................................THANKS. 
**
 Nokia phone a sim
খুললেই call log হারিয়ে যায়...
.
আর যাবে না এদিকে আসুন...

1. .মোবাইলের Settings এ যান।

2.এখন সিলেক্ট করুন Security Settings।

3.Security Settings এ গিয়ে আপনি Security
Level / Phone Security এ দেখতে পাবেন।

4.Security Level এ তে থাকবে Phone ,
None & Memory এবং

5.আপনি Phone Ok করবেন। আর Phone Security
তে থাকবে On&Off এবং

6.আপনি On & Ok করে দিন ব্যাস কাজ শেষ।

................................thanks. 
**
 Fake facebok id delete দিন !
আসুন আজ জেনেনেই
কিভাবে আপনি,
আপনার নিজের নাম এবং নিজের
ছবি দিয়ে তৈরি হউয়া একটি ফেক
ফেসবুক অ্যাকাউন্ট
বন্ধ করার জন্য
রিপোর্ট করবেন।
১। প্রথমে তৈরি হওয়া ফেক অ্যাকাউন্ট এর টাইমলাইন

প্রবেশ করুন।
২। তারপর কভার ফটোর
ডান পাশে নিচের আইকন এ ক্লিক করুন এবং Report/
Block অপশন সিলেক্ট
করুন।
৩। এখন ওপেন হাওয়া"Report and/or block this
person"পেজ থেকে"This
timeline is pretending to
be someone or is fake"
অপশন টি সিলেক্ট করে"Pretending to be
me"অপশন এ
ওকে করুন।
0৪। এখন
নতুন
ওপেন হওয়া পেজ এ ৩০০
অক্ষর এর ভিতর আপনার কিছু
তথ্য দিয়ে নিচে"I
confirm that this report
is
correct"অপশন এ
ওকে করে Confirm করুন। বেস !!!
হয়ে গেল।
এখন ফেক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু হবে ।

..............................THANKS. 
**
FREE DOWNLOAD YOUR FAVORITE
SONG.......... 


................................THANKS.
**
     ::হ্যাক থেকে বাচান আপনার ফেসবুক আইডি::

বর্তমানে গনহারে হ্যাক করা হচ্ছে ফেসবুক
এক্যাউন্ট তাই কিছু টিপস আপনাদের জন্য ।
আশা করি আপনাদের উপকার হবে ।
1. Secure ব্রাউজিং Enable করুন-
Secure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ব্রাউজ
করাকে বুঝানো হয়েছে। নিরাপদ কানেকশন এর
মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90%
ঝুকিমুক্ত থাকা সম্ভব।
2. Login Approvals অন করুন এতে
পাসওয়ার্ড জানতে পারলেও লগিন করতে পারবে না কারন লগিন করার সাথে সাথে আপনার
মোবাইলে কনফার্মেশন কোড পাঠাবে এফবি
যতক্ষন না কোড সাবমিট করেছেন লগিন হবেনা
আপনি নিরাপদ দ্রুত আপনার পাসওয়ার্ড
পরিবর্তন করেন ।
3. Text message নাটিফিকেশন Active করুন- ফেসবুক সকল FB ব্যবহারকারীদের
বিনামূল্যে টেক্সট মেসেজ নাটিফিকেশন সুবিধা
প্রদান করছে। যখন কোনো কম্পিউটার অথবা
মোবাইল থেকে আপনার একাউন্টে ঢোকা হবে
তখন টেক্সট মেজেস নাটিফিকেশন আপনার
কাছে পৌছে যাবে। এরপর আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজে অথবা হ্যাকার আপনার
একাউন্টে লগইন করেছে কিনা। তখন আপনি
দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করিতে
পারবেন।
4. সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি
করুন- শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে ফেসবুক একাউন্ট সংরক্ষণ করার সেরা উপায়।
যদি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান
তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩টি ক্যাপিটাল
লেটার, ৩টি স্মলার লেটার, ৩টি নাম্বারির সংখ্যা
ব্যবহার করতে হবে (উদাহরণস্বরুপ-
MPSzon@123)। এই ধরনের শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা
ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে।
5. 3rd পার্টি এপ্লিকেশন ব্যবহার করার সময়
সতর্ক থাকুন-ফেসবুকে আরো মজা এবং আরো
আরামদায়ক করার জন্য তৃতীয় পক্ষের Apps
এর অভাব নেই। কিন্তু এখন হ্যাকাররা এগুলোকে ব্যবহার করে তাদের হ্যাকিং কার্যক্রম চালিয়ে
যাচ্ছে। আমরা কোন নির্দিষ্ট সময়ে এগুলো
ব্যবহার করে থাকি কিন্ত ব্যবহার শেষে সেগুলোকে
remove/disable করতে ভূলে যাই।
এর ফলে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হতে
পারে। সুতরাং আপনার এপস্ সেটিং পৃষ্ঠায় যান, তারপর
যেসব এপস্ আপনি ব্যবহার করছেন না সেগুলোকে
disable করে দিন।
6. আপনার সিক্যুরিটি কোয়েশ্চন সেট করা
থাকলে ভালো না থাকলে আরো ভালো । তাই
সিকুরিটি কোয়েশ্চেন সিলেক্ট করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে কারন আমরা প্রায়
সব সময় সহজ আনসার দিয়ে রাখি তাই
সিক্যুরিটি আনসার দেবার সময় অবশ্যই সহজ
কোনো কিছু না দিয়ে কঠিন কিছু দিন ।
কারন আমি দেখেছি প্রায় বেশির ভাগ এফবি
ব্যাবহার কারি কোন টাউনে জন্ম গ্রহন করেছেন বা দাদি নানি পেশায় কি ছিলেন তা দিয়ে
রেখেছেন যে গুলার উত্তর অনেকেই আইডিয়া
করে সাবমিট করে আপনার এক্যাউন্টটি হ্যাক
করে নিতে পারে তাই সিক্যুরিটি আনসার দেবার
সময় ভেবে চিনতে দিয়েন । যাতে সহজে কেউ
বের করতে না পারে । না দিলে ভালো এই জন্য বললাম কারন সিক্যুরিটি কোয়েশ্চেন না থাকলে
এই প্রসেসে কেউ আইডি নিতে পারবে না ।
7. বর্তমানে এফবি (Trusted Friends
Password Recovery) ট্রাস্টেড ফ্রেন্ড
চালু করেছে যেটা অবশ্যই ভালো কিন্তু এইটা দিয়েও
আপনার আইডি হ্যাক করে নিতে পারে । কারন আপনার ট্রাস্টেড ফ্রেন্ড সিলেক্ট করা না থাকলে
যে কেঊ আপনার আইডি তে ওর ৩ টা ফেইক
আইডি দিয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে বন্ধু হবে
এবং পরে সামান্য চেষ্টা করেই ওই ৩ টা আইডি
তে কোড পাঠাতে পারবে এবং আপনার আইডি
হ্যাক করে নিবে । তাই যাদের ট্রাস্টেড ফ্রেন্ড সিলেক্ট করা নয় আজি সিলেক্ট করেন এবং
আপনার আইডি সুরক্ষিত রাখেন ।
..........................THANKS. 
**
 gp তে এখন ডাউনলোড
হবে এই
সেটিং টা দিলে ১০০%
কাজ
করবে প্রথমে সেটিং করেন
Name :GP mms
Apn :gpmms
porxy 010.128.5.6
port 8080
এখন কোন handaler
opere বা uc browser দিয়
ইচ্ছা মত
ডাউনলোড করেন।
...................................THANKS. 
**
**Photo Verification Problem
Solve**

লক হওয়া ফেইসবুক
আইডিতে ফটো ভেরিফিকেশন
চাইলে কি করবেন ? সমাধান
এখানে ---
↓↓↓
অনেক সময় নানা কারনে আমাদের
ফেসবুক আইডি লক হয়ে যায়। তখন
ফোন
নাম্বার দিয়ে ভেরিফাই
করে অথবা security question এর
উত্তর
দিয়ে আবার
আইডি ফিরে পাওয়া যায়।
কিন্তু এগুলো করে একবার
আইডি ফেরত
পাবার পর আবার লক হয়ে গেলে তখন
Photo Verification করতে হয়
যা খুবই
বিরক্তিকর ।
ফেসবুক আসলে এমনে একটি সামাজিক
যোগাযোগের মাধ্যম
যাতে আপনি আপনার
আশেপাশের পরিবেশের পরিচিত
মানুষদের
সাথে যোগাযোগ করবেন। কিন্তু
অনেকেই
ফেসবুকে নতুন মানুষের
সাথে পরিচিত
হতে চায় । এর জন্য একজনের
ফ্রেন্ডলিস্টে অনেক অপরিচিত
মানুষ
থাকে যাদের
ছবি দেখে চেনা যায়না ।
আরেকটি বিরক্তিকর ব্যাপার
হলো ফটো ট্যাগিং। অনেকেই
আজাইরা ছবিতে সবাইকে ট্যাগ
করে ।
এজন্য আপনাকে যখন photo
verification
করতে দেওয়া হয় তখন আপনি গরু-
ছাগলের
ছবিতে ট্যাগ করা মানুষ
দেখতে পাবেন। গরু- ছাগল
দেখে আপনাকে বেছে নিতে হবে এট
বন্ধুর ছবি । তাই
দয়া করে ”ছবিতে আপনার বন্ধুর মুখ
নেই
এমন ছবি আপনার বন্ধুকে ট্যাগ
করবেন
না” এবার আসি Photo Verfication
যেভাবে বাইপাস করবেন ।
১. গুগলে যান ।
২. এখন আপনার একটি ছবির
সাথে ৬টি বন্ধুর নাম থাকবে ।
৩. গুগল ইমেজ সার্চে লিখুন
facebook
+আপনার বন্ধুর নাম । মানে আপনার
বন্ধুর নাম Rayhan হলে লিখবেন
facebook+Rayhan
৪. এবার গুগল সার্চে আপনি অনেক
ছবি দেখতে পাবেন । যদি কোন
ছবি আপনাকে ভেরিফাই
করতে দেওয়া ছবির
সাথে মিলে যায় তাহলে বুঝবেন
সেটা তারই ছবি । আর
যদি না মিলে তাহলে বাকি ৫জনের
নাম দিয়ে একইভাবে ট্রাই
করতে থাকুন

৫. এরপরেও ছবিগুলো সনাক্ত
না করতে পারলে আপনি ২টি প্রশ্ন
স্কিপ
করতে পারবেন। এছাড়াও
সবগুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও
আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে।
প্রশ্নের
উত্তর ঠিকভাবে দেবার পর আপনার
পাসওয়ার্ড রিসেট করতে বলা হবে।
নতুন
পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই
আপনি আপনার একাউন্ট
ফিরে পেতে পারবেন ।
তাছারাও আপনি আরেকটি কাজ
করতে পারেন ।
তাহলো ফেসবুতে লগিন
করাব পর ভেরিফিকেসন করার জন্য
যেই
ছবিতে যা যা আছে তা লিখে রাখুন
এবং নিচের বন্ধুদের নাম গুলোও
লিখে রাখুন এভাবে বারবার লগিন
করুন
এবং এভাবে লিখে রাখুন । দেখবেন
এক
সময় একই ছবি আবার দেখাবে তখন
দেখবেন এই নাম গুলোর সাথে আগের
নাম
গুলোর শুধু ২-১ টির মিল আছে ওই ২-১
টির
ভিতরে একটি দিয়ে দিন
হয়ে যেতে পারে এভাবে আপনি আপন
ফেসবুক আইডিটি খুলতে পারেন ।
............................THANKS. 
** 0 ফেসবুক চালচ্ছেন কিন্তু  ছবি দেখতে পারছেন নাতো:
এই নিন ছবি সহ 0
ফেসবুক এর টিপসঃ Big বাঁশ জিপি apn :
gpinternet proxy :
141.0.11.241 port : 80
0.facebook .com
এ জান
any official Opera দিয়া । ছবি সহ
www.0.facebook . com/
home.php
এক্টা পেজ আসবে --
সেখানে উপরে আপনাকে view
করতে বলবে । বেস just click
here . Download
এর জন্য
যেকোন
বন্ধুর কাছে massege দেন :
http://আপনার সাইট .com তারপর
সেখানে click
করলে চলে আসবে । p1
active থাকতে হবে ।
gpinternet এ p1 >10 mb
পর্যন্ত use Able . So 10 mb
শেষ হলে dail : *566*1#
or again send a messege to
5000
type
p1, ভাল থাকবেন ।
..................................................THANKS. 
**

 Bl free net:

প্রথমে নিচের Setting
টা করে নিন
NAME:Blfree net
APN:blinternet
PROXY:141.0.11. 241or 37.228.107.241
PORT:80
এই Setting টা করে
যেকোন Official Opera
Install
করে নিন। advance satting এ
গিয়ে Protocol http
করে দিন।
এবার
0.facebook.com এ
জান। এখন
কোন
কমেন্ট এ লিখুন
Australia-proxy .com এর
আগে www.
দিয়ে নিবেন
এখন একটা পেজ
আসবে তার
মাঝখানে address লেখার স্থান
পাবেন
সেখান যে কোন
address
লিখে go
করেন। অনেক বড় ফাইল ডাউনলোড
হবে
.....................................THANKS.  
** 
 →হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায়←

ফেসবুক আমার আপনার সবারই
একটি প্রিয় সাইট। বিভিন্ন কারনে আমাদের
এই প্রিয় সাইটের একাউন্ট হ্যাক হতে পারে।
এটা হতে পারে অসাবধানত
অথবা শত্রুতাজনিত কারনে। হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায়
থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

→১. এড্রেস বার এ www. Facebook.com/
hacked লিখে এন্টার চাপুন।
→২.তারপর My Account Is Compromised এ ক্লিক করুন।
→৩.এখনIdentify Your Account অংশ
হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ
Email or phone number
কিংবা Facebook username অথবা your
name and a friend’s name
অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন।
→৪। Security Check অপশন
আসলে সেখানে ক্যাপচা এ
→৫.এবারThis is
My Account এ ক্লিক করুন।
→৬. আপনার পাসওয়ার্ড টি এবার রিসেট করে নিন।
এভাবেই আপনি ফিরে পেতে পারেন আপনার
হারিয়ে যাওয়া ফেসবুক কে!!!
......................................................thanks. 
**
 ফ্রী গ্রামীনফোন, বাংলালিঙ্ক,রবি ও এয়ারটেল এর Customer
Care Executive সাথে কথা বলুন -

অনেক সময় আমরা গ্রামীনফোন,
বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর
"Customer Care
Executive" এর
সাথে কথা বলতে হলে অনেক সময়
wait
করতে হয় এবং আর আপনার
অনেক balance শেষ করে
ফেলে।আপনি ফ্রী গ্রামীনফোন,
বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর
"Customer Care
Executive" এর
সাথে কথা বলতে পারবেন। আর সেই
নাম্বারটি হল ১৫৮!

1. প্রথমে গ্রামীনফোন,
বাংলালিঙ্ক, রবি অথবা এয়ারটেল
সিম থেকে ১৫৮ নাম্বারে কল
করুন।

2.তারপর ভাষা Select
করুন।

3.তারপর আপনার অভিযোগ
Select করুন।

4.অতপর আপনার কাছে একটি
Messages আসবে এবং
পরবতী ২৪ ঘন্টার মাঝে
আপনাকে Customer Care
থেকে আপনাকে call দিবে।
........................................thanks. 
**
 হেড ফোন ছাডা মোবাইলে রেডিও
শুনুন খুব সহজে:

* অনেকে জানেন আবার
মনেকরিয়ে দিলাম । *
ধরুন আপনার হেড
ফোনটা হারিয়ে গেছে এখন
রেডিও
শুনতে পারছেন না???
চিন্তার
কোন কারন নাই, আমি আছি না।
একটা কাজ করেন,
সিগারেটের
প্যাকেটের ভিতর সিলভারের
যে কাগজটা থাকে তা সংগ্রহ
করে হেড ফোনের মাথার মত চিকন
করে মোবাইলের ইয়ার
ফোনের সকেটে ঢুকিয়ে দিন,
এবার
দেখুন আপনার মোবাইলে ইয়ার
ফোনের চিহ্ন
আসবে,
ব্যাস কাজ শেষ এবার
আরামচে রেডিও
শুনুন।
........................................thanks. 
**
 GP SIM এ কোন মাসে কত টাকা ইউজ করলেন
তা কিভাবে দেখবেন?
 
※ যারা জানেন না তাদের জন্য
পোস্টটা দিলাম
→গতমাস= *577*15#
→চলটি মাস= *577*16#
→আজকের দিনে= *577*17# 
.....................................thanks. 
**
 gp তে এখন FREE ডাউনলোড হবে :
এই
সেটিং টা দিলে ১০০%
কাজ
করবে প্রথমে সেটিং করেন Name :GP mms
Apn :gpmms
porxy 010.128.5.6
port 8080
এখন কোন handaler
opere বা uc browser দিয় ইচ্ছা মত
ডাউনলোড করেন।
......................................THANKS.
**
বাড়িয়ে নিন আপনার অপেরা মিনির ব্রাউজিং স্পীড
 ★প্রথমে Opera Mini
Browserওপেন করুন।
★তারপর
অপেরা মিনির address
bar
এক্লিক করুন।
★এবার www লেখাটা মুছে opera:conf
লিখে ok করুন।
★এবার একটা মেনু
আসবে,মেনুতে Loading
Timeout
নামে একটি অপশন দেখতে পাবেন।
এবার
Loading Timeout
অপশনে ক্লিক করুন
এবং 60 বা 3600
সিলেক্ট করুন। 
.................................thanks. 
**
 GP তে আপনি আপনার MB
এর
মেয়াদ ১ মাস বাড়াতে পারেন,
আপনাকে যা করতে হবে
Just Dial *500*0#
তারপর 1 MB কিনুন দেখুন আপনার মেয়াদ ১ মাস বেড়ে গেছে...
.............thanks
**
 পুরানো সিমের মোবাইল নাম্বার জানুন
গ্রামিনফোন – *2#
রবি – *140*2*4#
বাংলালিঙ্ক – *511#
এয়ারটেল- *121*6*3# 
..........thanks
**

::: মোবাইল ব্যাবহার সম্পর্কে কিছু পরামর্শ :::


মোবাইল ব্যাবহার আমাদের দেশে এখন বেড়ে
গেছে আগের চাইতে বহুগুন। তাই সবার হাতে
হাতে এখন মোবাইল দেখা যায়। মোবাইল
ব্যাবহার যে কতটা দরকারি সেটা সবার কাছে
পরিস্কার হয়ে গেছে। এই অত্যন্ত প্রয়োজনীয়
ডিভাইস টি ব্যাবহার করতে হবে কিভাবে সে বেপারে আমাদের মাঝে সচেনতার অভাব আছে।
ক্ষতিকর কিছু রশ্নি মোবাইল থেকে বের হয় এবং
সেটা মানুষের দেহের উপর অনেক নেতিবাচক
প্রভাব ফেলে।
তাই বিশেষজ্ঞরা মোবাইল ব্যাবহার করার নিয়ম
হিসেবে কিছু পরামর্শ দিয়েছেঃ

১/ মোবাইল আপনার শরীর থেকে যতটা সম্ভব
দূরে রাখুন। সবচেয়ে বেশি রশ্নি বিকিরন হয়
ফোন এ কথা বলার সময়। এই জন্য কান থেকে
মোবাইল কিছুতা দূরে রাখা ভাল।
তার যুক্ত সেট অথবা ব্লুটুথ সহ যেই সমস্ত
হেডসেট আছে সেগুল ব্যাবহার করা ভালো।

২/ মাথা থেকে মোবাইল দূরে রাখুন এবং মাথায়
মোবাইল কখন ও চেপে ধরবেন না।

৩/ খুব বেশি প্রয়োজন ছাড়া মোবাইল এ
বেশিক্ষণ কথা বলবেন না।

৪/ ফোন না করে যেই সমস্ত কাজ এস এম এস
এর মাধমে করা যায় সেখানে ফোন না করা ই ভালো।

৫/ যতটা সম্ভব মোবাইল দূরে রেখে লাউড
স্পিকার দিয়ে কথা বলুন।

৬/ যেই সমস্ত জায়গায় ফ্রিকোইয়েন্সি কম সেখানে
প্রয়োজন ছাড়া কথা বলা উচিত নয়।

৭/ রেডিও তরঙ্গ মাধ্যমের অন্যতম প্রধান কারন হিসেবে কাজ করে ধাতু ও পানি,
সেইজন্য ধাতব ফ্রেমের দ্বারা তৈরি চশমা, সানগ্লাস
অথবা আপনার চুল যদি ভিজা থাকে তাহলে ফোন এ
কথা বলবেন না।

৮/ ফোন আসলে আগে রিছিভ করুন পরে কানে
দিন। কারন যখন ফোন রিছিভ হয় তখন রেডিও ফ্রিকোইয়েন্সি সবচাইতে বেশি আদান প্রদান হয়।

৯/ মোবাইল ফোন ব্যাবহার না করে যদি সুযোগ
থাকে তাহলে ল্যান্ডফোন ব্যাবহার করুন।

১০/ চালু থাকলে মোবাইলটি বুক অথবা প্যান্ট
এর পকেটে না রেখে হাত এ রাখুন।

১১/ শিশুদের থেকে যতটা সম্ভব দূরে রাখুন।

১২/ মেডিকেল ইমপ্ল্যান্ট করা হয়েছে এমন শরীর
থেকে মোবাইল কমপক্ষে ১৫ সেঃমিঃ দূরে রাখুন।
.............THANKS
**

*** অনেকেই জানতে চেয়েছে কি
করলে BLOCK থেকে বাঁচা যায়..…

> কম কম friend request
পাঠাতে হবে।
> ১৩-১৫ টা request
pending থাকলে request
আর না পাঠানই ভাল।
> sent request গুলো
প্রয়োজন না থাকলে
cancel করে ফেলাই ভাল।
> কাউ কে request
পাঠালে যদি confirm/cancel
চায়,
তাহলে প্রয়োজন না
থাকলে confirm না দেওয়াই
ভাল।
> link কম কম share
করবেন।
> কোন post/photo তে
কম কম এবং ছোট ছোট
comment করবেন।
> আপনার email আইডির
সাথে আপনার আইডির নাম
মিল রাখার চেষ্টা করবেন।
> অশ্লীল photo upload
দিবেন না।
> কমপক্ষে সাপ্তাহে ১ বার
log in করার চেষ্টা
করবেন।
> একাধিক softweare/apps
দিএ facebook ব্যবহার
করবেন না।
> কম কম chat করবেন।
> group chat না করাই ভাল।
> তবে ২০-৩০ জন নিয়ে
group chat করতে পারেন।
> photo tag করবেন না।
কেউ যদি আপনার photo তে
অনেক বেশি report করে।
তাহলে BLOCK হওয়ার
সম্ভবনা থাকে।
................THANKS 
**
 
মোবাইল এ টাকা নেই
তাতে কি,

টাকা ছাড়াই বাংলালিংক
সিম
দিয়ে মিসকল দিন
ধরুন আপনার ব্যালেন্স নাই। কিন্তু কাউকে কল করা খুব জরুরী।
মিসকল দেওয়ারও টাকা নাই।
কি করবেন?
নো টেনসন।
আমি আপনাকে শিখাচ্ছি কি কর
টাকা ছাড়া কল এবং এসএমএস করা যে কোন নাম্বারে।
►উপকরণঃবাংলালিং কসিম। কর্মপদ্ধতিঃ
•১.প্রথমে করুন *321#
নাম্বারে।
•২.তারপর Reg. করার জন্য 1
লিখে রিপ্লে দিন।
কাজ প্রায় শেষ।
•৩.এখন আপনি যাকে যাকে SMS
দিতে চান *321*2#
তাদের নাম্বার গুলো এড করুন।
কাজ
শেষ।
•৪.এখন *321*5# ডায়াল করলেই কাঙ্কিত
নাম্বারগুলোতে চলে jabe
এসএমএস।
...............THANKS 
** 
→হ্যাক হলেও ফেরত পাবেন আপনার ফেসবুক একাউন্ট←
ফেসবুক আমার
আপনার সবারই
একটি প্রিয় সাইট।
অনেকের তো এমন অবস্থা সারাদিন
খাবার খাই না খাই
কিন্তু
ফেসবুকে বসা চাই।
বিভিন্নকারনে আমাদের
এই প্রিয় সাইটের
একাউন্ট হ্যাক
হতে পারে।
এটা হতে পারে অসাবধানতা বশত
অথবা শত্রুতাজনিত
কারনে। আর এখন
আকাশেবাতাসে হ্যাকিং এর
আভাস আন্দাজ করা যায়।
তাই এই সাইবার
ওয়াল্ডে কেউ
হ্যাকপ্রুফ নয়। হ্যাকড
ফেসবুক একাউন্ট
ফিরে পাবারকয়েকটি উপায়
থাকলেও
এই উপায়টি খুব সহজ ও
কার্যকর। এজন্য নিচের ধাপগুলো
অনুসরণ করুন- ১।
প্রথমে facebook.com/
hackedলিখে এন্টার
চাপুন।
২। এবার My Account Is Compromised এ ক্লিক করুন।
৩। এখন Identify Your
Account অংশ
হতে
আপনার
আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or
phone number
কিংবা Facebook
username
অথবা your name and a
friend’s name
অপশনে প্রয়োজনীয়
ডাটা দিয়ে সার্চকরুন।
৪। Security Check
অপশন আসলে সেখানে ক্যাপচা
এন্ট্রি করুন। ৫। This is My Account এ
ক্লিক করুন।
**
কম্পিউটারের গতি বাড়াতে প্রাথমিক কিছু টিপস
কম্পিউটারের গুরুত্ব অনেক
বেশি।
প্রতিদিন নানা কাজে ব্যবহার হয়ে থাকে কম্পিউটার। আর এই
প্রয়োজনীয় জিনিসটি নিয়মিত
ব্যবহারের ফলে অনেক সময় এর
গতি কমে যায়। অনেক দিন
অপারেটিং না দিলেও
পিসি স্লো হয়ে যায়। কিন্তু ইচ্ছা করলেই এ
সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে
এজন্য প্রতিদিন অনুসরণ
করতে হবে কিছু
টিপস। এর মাধ্যমেই
বেড়ে যাবে কম্পিউটারের গতি। ১। প্রথমেই Start বাটন
থেকে Run এ যান। ২। Run এ
গিয়ে tree লিখে Enter চাপুন।
দেখবেন কমান্ড প্রম্পটের মত
একটি কালো উইন্ডো আপনার
সামনে ওপেন হয়ে দ্রুত চলে যাবে। ৩। Tree ব্যবহারের
ফলে আপনার পিসির
সবগুলো ফাংশন দ্রুত কাজ করবে।
৪। যারা Windows Seven
ব্যবহার করেন
তারা Start এ গেলেই Run অপশনটি পাবেন না।
তাদেরকে যেতে হবে: Start> All
programs> Accessories> Run।
৫। এরপর আবার Start এ ক্লিক
করে Run এ
যান Prefetch লিখে Enter চাপুন। এখন
যে ফাইলগুলো ওপেন হবে সব
Delete করে দিন। ৬। একইভাবে,
Run এ
গিয়ে যথাক্রমে recent, temp,
%temp% লিখে Enter চাপুন। ওপেন
হওয়া ফাইলগুলো Delete
করে দিন।
কম্পিউটারের
গতি বাড়িয়ে স্বাচ্ছন্দে কাজ
করতে প্রতিদিন এই টিপসগুলো অনুসরণ করুন আর
বাড়িয়ে নিন আপনার
কম্পিউটারের গতি।
............THANKS
**
নকিয়া ফোন ফ্লাশ দিন নিজে নিজে....: 

1.press *#7780#

2. Press *#7370#

3.ফোন অফ করে অন করার সময়
ফোনের স্টার ( * ) KEY,"3"
নম্বর KEY, সবুজ (কল) বাটন
এবং Power বাটন একসাথে
চেপে ধরে রাখুন যতক্ষণ না
ডিসপ্লে তে NOKIA লেখা ও আলো দেখা যায়।

5.Nokia N97 এর জন্যঃ Shift
+ space + delete এবং Power
বাটন একসাথে চেপে ধরে রাখুন

6.অন্যান্য Nokia S60v5 ফোনের
জন্যঃ সবুজ (কল) বাটন, লাল
(রিজেক্ট)
বাটন, camera বাটন
এবং Power
বাটন একসাথে চেপে ধরে রাখুন এরপর
ফোন অন হলে দেখবেন আপনার
ফোন পুরো
NEW হয়ে গেছে,
.................thanks
**
 "যারা 0.Facebook.com চালাতে পারছো না তারা লক্ষ্য
কর...
"

তোমার সীমে অবশ্যই P1
প্যাকেজ এক্টিভেট করা থাকতে
হবে। না পারলে করে নাও।

GP *500*0#। B LINK এর
ক্ষেত্রে
play pakg চালু করে
নিন।তারপর নিচের পথ
অনুসরন করুন। bl *111*44*1# Just
ডায়াল তারপর ডায়াল কর

*111*6*1# একটা

মেনু আসবে 3G/2EDGE
তুমি 2EDGE এ যাও তারপর
আরো তিনটি মেনু
আসবে সেক্ষেত্রে তোমাকে ১
নাম্বার যে মেনুটি
For Mobile সেটাতে ডুকতে হবে। এরপর
new pay as you go
(.01/kb)
এক্টিভ করে ফোনটি একবার
রিস্টার্ট কর Just বন্ধ
করে চালু কর ব্যাস এবার আরামসে ব্রাউজ কর।
মোবাইল এ টাকা না রাখাই
ভাল।

...................thanks 
**
 free tricks!! Banglalink ফ্রি ইন্টারনেট
বাংলালিঙ্ক
এর unlimited ডাউনলোড
এর tricks টি Java,
Symbian,Android
এবং পিসি তে opera mini
দিয়ে কাজ
করবে নিচের মত
manualsetting করুন=
Name: Free net
Apn: blwap
Proxy: 10.10.55.34
Port: 8799
কনফিগার টি defult
করুন?
এখনযে কোনো হেন্ডলার
ওপেনকরুন? এবং Proxy
Type=Http দিন এরপর
ProxyServer=
0.facebook.com দিন
Note:যেকোনো একটি pak
active করুন। P1 চালু
করলে ১টাকা account

রাখুন।এবারআনলিম
িটেড ,ব্রাউজিং এবং ড
না কিন্তু Other Way
আমি দিলাম জাবার
বাংলালিংক ফ্রি নেট
TIPS
Proxy:37.228.107.241
Port:80
Apn:blinternet
যে কোনো হ্যান্ডেলারঅ
া ডাওনলোড
দিয়ে Protocol
typeদেন HTTP ব্যাছ
0.facebook.com
এঢুকে ইচ্ছে মত
ব্রাউজিং করুন ।আর
ডাওন লোড
করতে চাইলে POST
বার এ
এড্রেসলিখে continue
করে ইচ্ছে মত
ডাওনলোডদিন ।

........................thanks 
**

▄► আপনি অনেক দিন যাবত্ নকিয়া ফোন ব্যবহার করছেন । কিন্তু আপনি জানেন না যে এই নোকিয়া মোবাইলটি আসলে কোন দেশের তৈরি? এখনি এই পোষ্টটি পড়ে আপনি জানতে পারবেন আপনার নকিয়া মোবাইলটি কোন দেশের তৈরী ।

▄► আসল নাকি নকল !!! যেভাবে কাজটি করবেন :

► প্রথমে আপনার Nokia মোবাইল এ*#06# চেপে IMEI নাম্বার বের করুন। (কাগজে অথবা প্যাড এ টুকে রাখুন)
► এখানে ৭ম এবং ৮ম নাম্বার টি দ্বারা আপনি জানতে পারবেন মোবাইলটা কোন দেশের তৈরী ।
► নাম্বার দুইটা যদি 00 হয় তাহলে বুঝবেন এই মোবাইলটা অরিজিনাল নোকিয়া সেন্টারের ।
► নাম্বার দুইটা যদি 10, 70, 91 বা 01, 07, 19 হয় তাহলে বুঝবেন এটা ফিনল্যান্ডেরতৈর ি ।
► 02 বা 20 হলে বুঝবেন এটা জার্মানি বা আরব আমিরাতের ।
► 30 বা 03 হলে কোরিয়ার ।
► 40 বা 04 হলে চায়নার ।
► 50 বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ।
► 60 বা 06 হলে হংকং বা ম্যাক্সিকোর ।
► 80 বা 08 হলে হাঙ্গেরি ।
► 13 বা 31 হলে এটি আজারবাইজানের তৈরি ।

এভাবে বের করে ফেটুন আপনার নকিয়া মোবাইলটি কোন দেশের তৈরী ।

.................................thanks
**
  ফ্রিতে কল ব্লক বা মিসকল এলার্ট ON করতে

> জিপি *21*1266#
>রবি *21*8121#
>এয়ারটেল *21*789#
>বাংলালিংক *21*770#

OFF করতে ##002#
[তবে জেনে রাখা ভাল এটার
জন্য
আপনাকে কোন বিল দিতে হবে না
তবে যে আপনাকে কল দিবে তার
টাকা কাটবে] 
.....................thanks 
**

  আপনাদের
শিখাবো কি ভাবে আপনারনোকিয়া মোবা
ব্লুটুথ স্পীড বাড়াবেন । কোন
মোবাইল থেকে কিছু নেওয়ার
সময়
আপনার মোবাইল থেকে টাইপকরুন
*#2820# এটি কম্পিউটারের
Refresh এর
মত কাজ করে ।
.......................thank
**

সকল সিমের জন্য অটো
কনফিগারেশন।

১। Banglalink : লিখুন
All
এবং সেন্ড করুন
3343 (ফ্রী)
২। গ্রামীনফোন :
মেসেজ অপশনে
গিয়ে all
লিখে পাঠিয়ে দিন
8080 এ।
অথবা ডায়াল করুন
*111*6*2# (ফ্রী )
৩। টেলিটক : set
লিখে মেসেজ
পাঠান 111
তে বা 578
এ (ফ্রী)
৪। রবি : কল করুন
*140*7#
(chargeপ্রযোজ্য )
৫। Airtel : ডায়াল
করুন
*121*7*3# (ফ্রী)
বাংলালিংক ,
গ্রামীনফোন ,
রবি ও
এয়ারটেলে
Configuratio সেভ
করতে
পিন নম্বর
দিন 1234
...................................thanks
 

                                                                         

No comments:

Post a Comment