E

Sunday, December 8, 2013

 Islam:............

**
 নামাজের অবিশ্বাস্য ১১ টি উপকারিতাঃ

১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়

২/ নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায়নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়

৩/ নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে

৪/ নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে
৫/ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখেফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়

৬/ নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি

৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩ বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়

৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়

৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে

১০/ নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়

১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।
...................................THANKS.


**

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর
পাগড়ি মোবারক..........!!


সুবহানআল্লাহ..............!!
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর
পাগড়ি মোবারক..........!!

সুবহানআল্লাহ..............!!

লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার
সুযোগ করে দিন...........

.................................THANKS.

**

গিলাফ ছাড়া পবিত্র ক্বাবা শরীফ...........
.................THANKS.
**
 ●|● বিপদের দোয়া ●|●
নবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) বিপদের
সময়ে এই দোয়া পড়তেন,
অর্থ; "আল্লাহ্ ছাড়া কোন ইলাহ
নাই, যিনি উচ্চ মর্যাদা সম্পন্ন
এবং অশেষ ধৈর্যশীল, আল্লাহ্
ছাড়া কোন ইলাহ নাই
যিনি আরশে আযিমের প্রভু, আল্লাহ্
ছাড়া কোন ইলাহ নাই যিনি আসমান
ও যমীনের মালিক এবং সম্মানিত
আরশের মালিক।" [বুখারী, ৫৯০৫,
৫৯০৬]

.........................................THANKS.
**

দীর্ঘ ৩১১৬ বছর নীল-নদের
জলে ডুবে থাকার পর
আল্লাহদ্রোহী ফিরাউন লাশ
পাওয়া যায় অক্ষতাবস্থায়
১৮৯৮ সালে!! এখন
লাশটি মিশরের এক মিউজিয়ামে সংরক্ষিত
আছে মমি করা!! আর সবচেয়ে আশ্চর্যজনক
বিষয়, ফিরাউনের লাশ
পাওয়ার প্রায় ১২০০ বছর
আগেই কুর'আন
তা ভবিষ্যদ্বানী করে অধ্যায়ঃ১০ আয়াতঃ৯২ এ
যে, "আর
আমি(আল্লাহ) তোমার শরীরকে সংরক্ষিত
করাব,
শাস্তির
নিদর্শনস্বরূপ!" অথচ, তৎকালীন সময়ে,
কিভাবে কেউ জানতে পারে যে আর ১২০০
বছর পর ফিরাউনের শরীর
অক্ষত উদ্ধার হবে, কোন
মাছ কিংবা পানিতে দীর্ঘ ৩১১৬ বছরেও
বিলীন
হবে না এবং তা সংরক্ষন করা হবে!!??
সুবহানাল্লাহ! এটিই
কুর'আনের অলৌকিকতার
নিদর্শন

 


 **
_________মাশাআল্লাহ্ ।।
এই দৃশ্য দেখে কিছু বলার
ভাসা হারিয়ে ফেলেছি ।।
যা বলার আপনারাই বলেন ।।।।।

............................thanks.
**
 প্রশ্ন: জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা! কথাটি কি ঠিক? আর ঠিক হলে কারণ কি?
___উত্তর: জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা! কথাটি ঠিক। কেননা রাসূল (সা:) একদা খুৎবা প্রদানের সময় তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, "হে নারী সমাজ! তোমরা বেশি করে সাদকা কর। কারণ আমি জাহান্নামের অধিকাংশকেই দেখেছি তোমাদের মধ্যে থেকে।
___জাহান্নামের অধিকাংশ অধিবাসী কেন মহিলাদের মধ্যে থেকে হবে? ...
এই প্রশ্নের জবাবে রাসূল (সা:) বলেছেন, তোমরা বেশী পরিমাণে মানুষের উপরে অভিশাপ করে থাক এবং স্বামীর সদাচারণ অস্বীকার কর।" -[বুখারী, কিতাবুল হায়য]
সুতরাং, নারীদের বেশি পরিমাণে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হল, তারা মানুষকে অভিশাপ দেয় এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়।
(Collected..)
.........................thanks.
**

   ইসলামে নারীদের কেমন চোখে দেখে ?

♦ একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যার
ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেইঘর বরকতময়"।

♦ নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় ''যে তার
মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়ে
দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"

♦ নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই
সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।

♦ নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার
দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ।এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক
লোকমা খাবার তুলে দেয়াও"।

♦ নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায়
যে নারী মারা যায় সে শহীদের মর্যাদাপায়"।

♦ নারী যখন মা, ইসলাম বলে "মায়ের পদ
তলে সন্তানের বেহেশত"।

........................THANKS.
**

হজরত ওসমান (রাঃ) এর কবর। সুবহানআল্হজরত ওসমান (রাঃ) এর কবর। সুবহানআল্লাহ।
#iqbal
 **

হাজারো পাহাড়ের মাঝে যে পাহাড়
সবচেয়ে সৌভাগ্যের !!

গারে হেরা , যে পর্বতের গুহায়
নবিজী নবুওয়ত প্রাপ্ত হয়েছিলেন ,

যে পর্বতের গুহায় জিব্রাইল
আলাইহিসালামের আগমন ঘটে ছিল ''সুরা
আলাক্ক'' নিয়ে , সুবহানাল্লাহ ।
 
......................................THANKS.
**
 আমাদের প্রিয় নবী রাসূল
(সাঃ) এর জামা মোবারকে...............
 **

এইটা হচ্ছে আমাদের নবীজির ছুরি মবারাক।
 ......................................THANKS.
**

এই সেই পাথর যার উপর দাঁড়িয়ে হযরত
ঈব্রাহীম (আঃ) পবিত্র ক্বাবা শরীফ নির্মাণ
করেছিলেন.............!!
সুবহানআল্লাহ............!!
.........................THANKS.
**

এই সেই পাথর যার উপর
দাঁড়িয়ে মহানবী (সাঃ) মেরাজে গমন
করেছিলেন..............!!
সুবাহানাল্লাহ..........!!

 ..............................THANKS.
**

সুবাহানাল্লাহ
সুবাহানাল্লাহ             ........................................THANKS.
 **

নবীজি (সা:) এর হাতের ইশারায়
এখনো চাদেঁ ফাটল বিদ্যমান....
দূর্লভ এই ছবিটির জন্য হাজারো লাইক
চাই
**

প্রিয় - মহানবী (সঃ) বলেছেনঃ
মায়ের পায়ের নীচে সন্তানের
বেহেশত।
ছবিটা শেয়ার করতে ভুলবেন না মুমিন
ভাই
ও বোনেরা ।প্রিয় - মহানবী (সঃ) বলেছেনঃ
মায়ের পায়ের নীচে সন্তানের
বেহেশত।
........................................................THANKS.
**

মা হাওয়ার কবর এটি।মা হাওয়ার
কবরটি জেদ্দায় অবস্থিত ।
 **

জমজম কূপ সম্মন্ধে কিছু জানা অজানা তথ্য:

১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।

২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়।

৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।

৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।

৫) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক'য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।

৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে।

৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।

৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারনে এতে কোন জীবানু জন্মায় না ।

১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
 .......................THANKS.
**

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দুধ
মাতা হযরত হালিম (রাঃ) এর
রওজা মোবারক..........!!

সুবহানআল্লাহ..............!!
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দুধ
মাতা হযরত হালিম (রাঃ) এর
রওজা মোবারক..........!!

সুবহানআল্লাহ..............!!

লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার
সুযোগ করে দিন..............                .....................THANKS.
**

সুবহানআল্লাহ!
সুবহানআল্লাহ!
এমন মৃত্যু কে কে চান লাইক দিন।        
.................................THANKS.
**
 ৬টি পদ্ধতি যার মাধ্যমে মৃত্যুর পরেও সওয়াব পাওয়া যাবে :

১. মসজিদ নির্মানে সাহায্য করা।
মুসলমান নামাজ পড়বে, সওয়াব পাবেন আপনি।

২. হাসপাতালে হুইল চেয়ার দান করুন। রোগীরা ব্যবহার করবে, সওয়াব পাবেন আপনি।

৩. কাউকে পবিত্র কোরআন শরীফ দিন, মানুষ পড়বে, আপনি সওয়াব পাবেন।

৪. পাবলিক স্থানে একটি ওয়াটার
কুলার দান করুন। মানুষ খাবে,
সওয়াব পাবেন আপনি।

৫. গাছ লাগান। মানুষ ও পশু-
পাখি গাছের ফল খাবে ও ছায়া ব্যবহার করবে, আর আপনি সওয়াব পাবেন।

৬. কাউকে ভাল উপদেশ দিন (পবিএ কোরআন শরীফ, হাদীস,
দোয়া হতে) এবং এমন সহজ ভাবে
দিন যাতে এটি মানুষ সহজেই সবার সাথে শেয়ার করতে পারে

.....................................THANKS. 
**
সুবহানাল্লাহ,

মালিককে সেজদায় দেখে উটও
আল্লাহকে সেজদা করছে ! ( আল্লাহ্‌ হু আকবার )

 ভালো হওয়ার

কয়েকটা উপায়ঃ

→ আল্লাহ্ কে ভয়
করুন ।
→ ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন ।
→ প্রতিদিন অন্তত
একবার মৃত্যুর
কথা স্বরণ করুন ।
→ ইহকাল পরকাল
নিয়ে ভাবুন । → দুনিয়াবি সুখ
শান্তির স্থায়িত্ব
কতদিন
বুঝার
চেষ্টা করুন ।
→ নিজের কৃতকর্ম পর্যালোচনা করুন ।
→ নিজের পাপ পুণ্যের
পার্থক্য দেখুন ।
→ অপরাধের
শাস্তি কি হতে পারে
। → আপনার
পৃথিবীতে আসার
উদ্দেশ্য বুঝার
চেষ্টা করুন ।
→ নিজের দায়িত্ব
কর্তব্যের কথা চিন্তা করুন

→ ভালোদের
সাথে নিজের
তুলনা করুন ।
→ ভালো কাজের পুরষ্কার
কি হতে পারে ভাবুন ।
→ নিজের ভেতর
ভালো হওয়ার
একটা ইচ্ছে লালন
করুন ।

.........................THANKS.
**
  অসাধারন
একটা ঘটনা মিললো মেহেরপুর
জেলায় । আল্লাহু লিখা আছে এই
মাছের গায়ে । এই
মাছ আছে মেহেরপুর জেলার
এতিমখানায় ।ঐখান
থেকে ছবিটা তোলা হয়েছে ।দেখুন
আসাধারন
একটা ছবি ।
অবশেষে অসাধারন
একটা ঘটনা মিললো মেহেরপুর
জেলায় । আল্লাহু লিখা আছে এই
মাছের গায়ে । এই
মাছ আছে মেহেরপুর জেলার
এতিমখানায় ।ঐখান
থেকে ছবিটা তোলা হয়েছে ।দেখুন
আসাধারন
একটা ছবি ।
ছবিটি share করে সবাইকে মহান
আল্লাহ তা আলার
এই অসাধারন মাছটির ছবি দেখানোর
সুযোগ করে দিন.........................THANKS.

নবী করিম (স.) এর কাপড়, পাগড়ি ও
কম্বল এর ছবি ।
** 

কাঁচের মধ্যে বাঁধানো মহানবী (সাঃ) এর চুল মোবারক।।
.................................................................THANKS.


**
 এই দোয়াটি সকাল বিকাল তিন বার পাঠ
করলে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন
পর্যন্ত সোয়াব লিখতে লিখতে ক্লান্ত
হয়ে পড়ে।
দোয়াটি হচ্ছে ---
"জাযাল্লাহু
আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু ।" 

..............thanks


No comments:

Post a Comment